ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ময়মনসিংহে পুলিশের গুলিতে ছিনতাইকারী নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ভাটিকাশর এলাকায় পুলিশের গুলিতে লিটন (২৮) নামে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।



ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ জানান, ভাটিকাশর এলাকার পাদ্রি মিশন সড়কে আব্দুল ওয়াহাব নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮শ’ টাকা ছিনতাই করার সময় ব্যবসায়ীর চিৎকারে ঘটনাস্থলে পুলিশ আসে।

ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করতে চাইলে পুলিশ তাদেরকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে লিটন নামে ওই ছিনতাইকারী নিহত হয়।

শহরের ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (টিএসআই) আব্দুল কাদির খান জানান, পুলিশ নিহত ছিনতাইকারীর প্যান্টের পকেট থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, ২টি ছোরা ও কয়েকটি মানিব্যাগ উদ্ধার করে।

সোহেল নামে অপর এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।