ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে তিন লাখ টাকার মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
সিলেটে তিন লাখ টাকার মদ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় প্রায় তিন লাখ টাকার মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে সীমান্তবর্তী বড়চরিয়া বেড়িবাঁধ এলাকা থেকে এই মদের চালান উদ্ধার করে বিজিবি ৪১ ব্যাটালিয়নের জকিগঞ্জ লক্ষিপুর বিওপির জওয়ানরা।



বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. জালাল উদ্দিনের নেতৃত্বে ৬ সদস্যের টহল দল অভিযানে অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে চোরাই পথে আসা এ মদের চালান উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকৃত ১৯৭ বোতল মদের আনুমানিক মূল্য দুই লাখ ৯৫ হাজার ৫শ’ টাকা। বিজিবি পাঁচ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।