ঢাকা: হরতাল-অবরোধে সন্ত্রাস বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) এ নির্দেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রিট আবেদনগুলোর পক্ষে শুনানি করেন, আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু, সাহারা খাতুন প্রমুখ।
আবদুল মতিন খসরু সাংবাদিকদের জানান, আদালতের আদেশে এসএসসি পরীক্ষার সময় যাতে বিঘ্ন সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। আর যারা বিঘ্ন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসব আদেশ ছাড়াও রুল জারি করেন আদালত। রুলে এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল বা অবরোধ দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল বা অবরোধ বন্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেওয়া হবে না, হরতাল-অবরোধের হুমকি, সন্ত্রাস, সহিংসতা বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না এবং ক্ষতিগ্রস্থদের কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
এছাড়াও ৫ জানুয়ারির অবরোধ এবং তা অব্যাহত রাখা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
রিটে বিবাদী করা হয়েছে, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, ডিএমপি কমিশনার, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিকল্পধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ ১৬০ জনকে।
আদালতে রিট আবেদনগুলো দায়ের করেন কেরাণীগঞ্জের ইস্পাহানি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শফিউল আজম খান বারকু ও কেরাণীগঞ্জের ব্যবসায়ী শাহীনুর রহমান।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫