যশোর: যশোরে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় করার সময় দু’টি বিস্ফোরিত হয়ে সেনাবাহিনীর তিন সদস্যসহ চারজন আহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সেনাবাহিনীর একটি বোমা ডিসপোজাল টিম থানায় বোমা নিষ্ক্রিয় করছিল। এসময় দু’টি বোমা বিস্ফোরিত হয়ে সেনাবাহিনীর সার্জেন্ট বাবর, সৈনিক কোরবান ও তারেক এবং পুলিশ কনস্টেবল জাফর আহত হন।
তাদের উদ্ধার করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫