নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ডাক্তারপাড়ার এক বাড়িতে আগুন লেগে ১২টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
স্থানীয়রা জানায়, ডাক্তারপাড়ার হাসান মঞ্জিল নামে এক বাড়ির অনেকগুলো ঘর রয়েছে। যা বিভিন্ন জনের কাছে ভাড়া দেওয়া। সকালে এর একটি ঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ১২ পরিবারের ১২টি (ভাড়া) ঘর পুড়ে যায়।
চৌমুনহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫