ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক ছিটকে নিচে পড়ে নিহত হয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, রোববার ভোর রাতে মির্জাপুর থেকে একটি ট্রাকে বাঁশ নিয়ে ধামরাইয়ের দক্ষিণ বাথুলী গ্রাম থেকে সাভার যাচ্ছিলেন হারুন উর রশিদ ও মানিকগঞ্জ সদর থানার ভগমানপুর গ্রামের দুলাল মিয়া।
এ সময় তারা দুজনই ট্রাকের বাঁশের ওপর ঘুমিয়েছিলেন।
পথিমধ্যে, ভোর পাঁচটার দিকে ডাউটিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অপর একটি ট্রাক বাঁশের ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিয়ে ওপরে উঠে যায়।
এতে বাঁশের ট্রাকে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক হারুন ও দুলাল ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫