মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পিকআপভ্যানের চাপায় রুমন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রুমন মিয়া রাতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫