মৌলভীবাজার: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরিফপুর ইউনিয়নের সঞ্জবপুর এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুল আউয়াল তানু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ওয়াসিম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন তানু। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলাও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভোরে সঞ্জবপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১০ বোতল ফেনসিডিলসহ তানুকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময় ১৪৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫