ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
কুলাউড়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরিফপুর ইউনিয়নের সঞ্জবপুর এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুল আউয়াল তানু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।



কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ওয়াসিম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন তানু। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় একাধিক মামলাও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভোরে সঞ্জবপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময়  ১০ বোতল ফেনসিডিলসহ তানুকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময় ১৪৫৮ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।