খাগড়াছড়ি: জাইকা ও জিওবির অর্থায়নে ৬৮ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে আটটি সেতুর উদ্বোধন হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকা সড়ক ভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
খাগড়াছড়ি পর্যটন মোটেলে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এএসএম ফারুক হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গির আলম প্রমুখ।
ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় হাটহাজারী-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে জাইকার অধীনে চারটি সেতুতে ৫৪ কোটি ২০ লাখ টাকা এবং জিওবির অধীনে আরো চারটি সেতুর জন্য ১৪ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫