ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: নাশকতার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ র‌্যালি করেছে মুক্তিযোদ্ধারা।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা শহরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের শের-ই-বাংলা পার্কে সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ মানববন্ধনের আয়োজন করে।



ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মীর্জা আবুল কালাম দুলাল, সাবেক জেলা কমান্ডার এস. এম. লিয়াকত আলী, জেলা জাসদের সভাপতি আব্দুল মজিদ বাবুল, সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমাইল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা অবিলম্বে হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী নাশকতা বন্ধের দাবি জানান। তারা খালেদা জিয়াসহ সব নাশকতাকারীদের অবিলম্বে গ্রেফতারেরও দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।