ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে কনস্টেবলসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
শ্রীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে কনস্টেবলসহ নিহত ২ ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পুলিশ কনস্টেবলসহ দুইজন নিহত ও আরো তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



রোববার দুপুর দেড়টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সকালে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী বাস ও মাওয়াগামী প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- প্রাইভেটকার আরোহী রাজধানীর রমনা থানায় কর্মরত কনস্টেবল আব্দুর রাজ্জাক (৪২) ও কার চালক আব্দুস সালাম (৪০)।

আহতরা হলেন- নিহত কনস্টেবলের স্ত্রী আমেনা খাতুন (৩৮), তার ছেলে মো. রাতুল (০৮) ও ভাগ্নে আসলাম (৩৫)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগরের হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন বাংলানিউজকে জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানিতে যাচ্ছিল। পথে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ঢাকাগামী সুন্দরবন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল ও কার চালকের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে কর্মস্থল থেকে প্রাইভেটকারে করে কনস্টেবল আব্দুর রাজ্জাক সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হিরন্ময় কান্দি গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।