ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরী নদীতে ৮ নৌ-চাদাঁবাজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ধলেশ্বরী নদীতে ৮ নৌ-চাদাঁবাজ গ্রেফতার ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে হামলা চালিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আট নৌ চাদাঁবাজকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

আটক চাঁদাবজরা হলেন- মো. রুবেল (১৮), রফিকুল ইসলাম (২৫), দুলাল মিয়া (৪০), আলাউদ্দিন মিয়া (৩৫), জহিরুল ইসলাম (৪২), নবিল হোসেন (২৪), হারুন মিয়া (২৮) ও অহিদুল ইসলাম (২৮)। তাদের সবার বাড়ি চর হোগলা গ্রামে বলে জানা গেছে।

সদর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাদী মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ী ট্রলারে করে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। এ সময় অপর একটি ট্রলার নিয়ে হামলা চালিয়ে মারধর করে ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয় চাঁদাবাজরা।

খবর পেয়ে এসআই মোশারফ হোসেন ও এসআই ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে আট নৌ চাদাঁবাজকে আটক করে ও ছিনতাই করা টাকার মধ্যে আট হাজার দুশ’ টাকা উদ্ধার করে।

তিনি আরো জানান, এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করলে তা মামলায় নথিভুক্ত করা হয়। দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।