বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাইপাস সড়কে মাটিবোঝাই ট্রাকের চাপায় (বগুড়া-ড ১১-১১৪৮) আশরাফুল আলম হৃদয় (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর কারিগর পাড়ার নজরুল ইসলামের ছেলে। হৃদয় বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানিয়েছে, রোববার সকাল ৬টার দিকে হৃদয় প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে সকাল সোয়া ৮টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় লাইসেন্সবিহীন অনভিজ্ঞ ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয়কে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় প্রাথমিক ভাবে এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তবে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে বলেও জানান ওসি আব্দুল মান্নান।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫