ঠাকুরগাঁও: সন্ত্রাস ও বোমাবাজির দ্বারা শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও শিশু একাডেমি।
রোববার সকালে ঠাকুরগাঁও শিশু একাডেমি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর আলম প্রধান, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক, শিশু কর্মকর্তা জবেদ আলী প্রমুখ।
বক্তারা সন্ত্রাসী ও নৈরাজ্যে বোমা হামলা চালিয়ে শিশু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর হস্তে দমনে সরকারের কাছে দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫