ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিরামপুরে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
বিরামপুরে আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত আটক ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে জিয়াউর রহমান (৩৮) ও মামুনুর রশিদ (৪৩) নামে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
 
এ সময় তাদের কাছ থেকে দু’টি পিস্তল, একটি ম্যাগজিন ও পাচঁ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।



রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিরামপুর কলেজ বাজারের পাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়েছে।

দিনাজপুর বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় উপজেলার কলেজ বাজার এলাকার পাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল দুই ডাকাত।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে বিরামপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।