বান্দরবান: বান্দরবানের থানছিতে দেশীয় তৈরি দু’টি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ অংলাই ম্রো (১৮) নামে এক আদিবাসী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (১৫ ফেব্রয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদিবাসী অধ্যুষিত নিরুৎ পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটক যুবক এলাকায় এক জুম চাষীকে হত্যার ভয় দেখিয়ে তার গরু নিয়ে
যায়। এ সময় স্থানীয়রা তাকে বাধা দিতে গেলে সে তাদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে অংলাইকে আটক করে।
বিজিবি বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অংলাই সন্ত্রাসী সংগঠন এমএনপির সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫