মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের টিসি মার্কেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে শহরের টিসি মার্কেটের সামনে একটি চলন্ত প্রাইভেটকার থেকে একটি বিস্কুটের কার্টন রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি প্রাইভেটকার কার্টনকে চাপা দেয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কার্টনের ভেতর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি-তদন্ত) দিলীপ কুমার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই পৌরসভা র্কতৃপক্ষের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫