ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে নবজাতকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
মৌলভীবাজারে নবজাতকের মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের টিসি মার্কেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



স্থানীয় সূত্র জানায়, দুপুরে শহরের টিসি মার্কেটের সামনে একটি চলন্ত প্রাইভেটকার থেকে একটি বিস্কুটের ক‍ার্টন রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। এ সময় পেছন থেকে আসা আরেকটি প্রাইভেটকার কার্টনকে চাপা দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই কার্টনের ভেতর থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি-তদন্ত) দিলীপ কুমার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত ছাড়াই পৌরসভা র্কতৃপক্ষের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।