ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের আশা চীনা রাষ্ট্রদূতের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
পরিস্থিতি দ্রুত স্বাভাবিকের আশা চীনা রাষ্ট্রদূতের

ঢাকা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং।

রোববার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।



আধঘণ্টার এ বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানা যায়।

রাষ্ট্রদূত বলেন, আশা করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।