ঢাকা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াং।
রোববার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন।
আধঘণ্টার এ বৈঠকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে চলমান সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন বলে জানা যায়।
রাষ্ট্রদূত বলেন, আশা করছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫