ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে হরতালবিরোধী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
কুড়িগ্রামে হরতালবিরোধী মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামে অবরোধ-হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল-মানববন্ধন-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।



এরপর কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে সামনে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে-যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ।

মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক এমপি মো. জাফর আলী, সাঈদ হাসান লোবান, সালাউদ্দিন রুবেল, মিনহাজুল ইসলাম আইয়ুব, খন্দকার ওয়াহিদুন্নবী সাগর ও সফিকুল ইসলাম শাকিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াত জোটের সহিংসতা, নৈরাজ্য এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।