নাটোর: নাটোরে বাড়ি থেকে ডেকে নিয়ে সজিব হোসেন (২৮) নামে যুবককে গুলি করেছে দুর্বত্তরা।
রোববার দুপুর ২টার দিকে শহরের মল্লিকহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে ৮/১০ জন যুবক সজিবকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
সজিবের পরিবারের দাবি, তিনি যুবলীগের কর্মী। তবে নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক বাশিরুল ইসলাম এহিয়া চৌধুরী জানিয়েছেন, সজিব যুবলীগের কেউ না।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গুলির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫