ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
নাটোরে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত ছবি: প্রতীকী

নাটোর: নাটোরে বাড়ি থেকে ডেকে নিয়ে সজিব হোসেন (২৮) নামে যুবককে গুলি করেছে দুর্বত্তরা।

রোববার দুপুর ২টার দিকে শহরের মল্লিকহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

সজিবকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুর ২টার দিকে ৮/১০ জন যুবক সজিবকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

সজিবের পরিবারের দাবি, তিনি যুবলীগের কর্মী। তবে নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক বাশিরুল ইসলাম এহিয়া চৌধুরী জানিয়েছেন, সজিব যুবলীগের কেউ না।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গুলির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।