মেহেরপুর: মেহেরপুর গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সাইদুর রহমান বেল্টু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাংনী উপজেলার তেরাইল গ্রামের আমিরুল ইসলামের ছেলে সামরুল ইসলাম (২৫) ও তার সহযোগী একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে সোয়েব হোসেন (২৪)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫