ফেনী: প্রযুক্তিতে নারীদের দক্ষ করার লক্ষ্যে ফেনীতে ১৫ দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের আওতায় Basic IT/ICT প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে ফেনী গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত কর্মশালায় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
রেইজ আই টি সলিউশনস এর আয়োজনে সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক।
এছাড়াও প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিপাল গভ. কমার্শিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ জনাব মো. জসীম উদ্দিন, বালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক বাহার, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের ও রেইজ আই টি সলিউশনস এর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম রাশেদুল মজিদ।
অতিরক্তি জেলা প্রশাসক এনামুল হক জানান, আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত ও শ্রম নির্ভর অর্থনীতিকে প্রযুক্তি র্নিভর অর্থনীতিতে রূপান্তর করতে সরকারি উদ্যোগে ৫৫ হাজার শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং পেশায় উন্নত ও সময়পোযোগী ট্রেনিং দেওয়া হবে।
ফেনী সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম জানান, ১৫ দিন প্রশিক্ষণ শেষ হবার পর উপজেলার পাছঁগাছিয়া ইউনিয়নের আরো ২০ জনের একটি ব্যাচকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫