ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজিরও বেশি স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার সকাল ১১টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে আসার পর তাকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম বিজয় কুমার (৪০)।
তিনি মোট দুই কেজি সাতশ ৬০ গ্রাম স্বর্ণসহ হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার হাতে সন্দেহজনক একটি বালা (মোটা চুড়ি) দেখে সন্দেহ হলে কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি চালায়।
এ বিষয়ে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন বাংলানিউজকে জানান, রোববার সকাল ১১টার দিকে ভারতীয় নাগরিক বিজয় কুমার দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।
এরপর গ্রিন চ্যানেল দিয়ে বের হয়ে যাওয়ার সময় তার হাতে মোটা বালা দেখে কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তল্লাশি চালানো হলে তার জামার পকেটে চার টুকরার এক কেজির স্বর্ণের বারসহ মোট দুই কেজি সাতশ ৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
তিনি বলেন, হাতের বালার ভেতরে স্বর্ণ ও ওপরে অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া ছিল।
আটক ভারতীয় নাগরিক বিজয় কুমারকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫