যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব নদের পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নওয়াপাড়ার ভৈরব নদের তালতলা ঘাট (আকিজ ঘাট) থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মৃতদেহের গলায় একটি মাফলার পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, পাঁচ/ছয়দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যার পরে মৃতদেহ নদীতে ফেলে দেওয়া হয়। এ কারণে সেটি পচে বিকৃত হয়ে গেছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫