ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ভূমি অফিসে আগুন, ককটেল উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
শেরপুরে ভূমি অফিসে আগুন, ককটেল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর পৌরসভার পাশে অবস্থিত ভূমি অফিসে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও পুলিশ সেখান থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও কেরোসিন ভর্তি একটি প্লাস্টিকের বোতল উদ্ধার করেছে।



রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনায় শেরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে ভূমি অফিসের দক্ষিণপাশের জানালায় দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে জানালায় আগুন ধরে যায়। নৈশপ্রহরী ঘটনাটি টের পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে একটি জানালার সামান্য অংশ পুড়ে গেছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত তিনটি ককটেল ও কেরোসিন ভর্তি বোতল উদ্ধার করে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এর আগে ৮ ডিসেম্বর রাতে এই অফিসে চুরির ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তরা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অফিসের প্রতিটি আলমারির তালা ভেঙে ফাইলপত্র তছনছ করে। একইভাবে অফিসের প্রধান কর্মকর্তার টেবিল থেকে শুরু করে প্রত্যেক স্টাফের টেবিলের ড্রয়ার খুলে নিচে রাখা হয়।

এই ঘটনার কোনো কূলকিনারা এখনো করতে পারেনি পুলিশ। এ অবস্থায় একই অফিসে আবারো আগুন দিলো দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।