ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শরিফুল ইসলাম (২৫) নামে বাংলাদেশি এক গরু রাখাল আহত হয়েছেন।  

সোমবার (১৬ জানুয়ারি) ভোর ছয়টায় এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ শরিফুল বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের বাবর আলীর ছেলে।

আহতের ভাই আতাউর রহমান বাংলানিউজকে জানান, শরিফুল বেনাপোলের দেলীতপুর সীমান্ত পথে ভারত থেকে গরু নিয়ে আসার জন্য ইছামতি নদীর ধারে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে গরুতর আহত হন।

এ অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুর দেড়টার দিকে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

এ ব্যাপারে দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছেন তবে কেউ তাদের কাছে অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।