ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাহালে ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
মাহালে ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি

রাজশাহী: মাহালে গোষ্ঠির ভাষা মাহালেকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানসহ ৩ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে মাহালে ল্যাংগুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মহানগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এমএলডিসি’র সভাপতি মেরিনা হাঁসদার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি অধ্যাপক যোগেন্দ্রনাথ সরেন, মাসাউসের নির্বাহী পরিচালক যাকারিয়াস ডুমরী, এমএলডিসি’র সাধারণ সম্পাদক মাইকেল মানড্রিসহ আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনকালে বক্তারা বলেন, মাহালে একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠি। এ জাতিগোষ্ঠির নিজস্ব সামাজিক রীতি-নীতি, আইন-কানুন ও কাঠামো রয়েছে। রয়েছে মাহালেদের নিজস্ব ভাষা। এমনকি নিজের মাতৃভাষা (মাহালে) লেখার জন্য বর্ণমালাও আছে। তারপরও এ জাতিগোষ্ঠি আজ হুমকির মুখে। হুমকির মুখে তাদের ভাষা, সংস্কৃতি ও জীবন-যাপনের একমাত্র অবলম্বন নিজস্ব পেশা বাঁশশিল্প।

বক্তারা জাতি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, মাহালে ভাষাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাহালে শিশুদের মাহালে ভাষায় পড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানান।

এছাড়া মাহালে জনগণের একমাত্র পেশা বাঁশশিল্পকে রক্ষার জন্য সরকারি বাজেট বরাদ্দ, মাহালে জনগণ যে সমস্ত খাসজমিতে বসবাস করছে তা তাদের নামে বন্দোবস্ত দেওয়ার জন্য দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণ ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন এবং জাতীয় সংসদে মাহালেসহ প্রত্যেক আদিবাসী জাতিগোষ্ঠির জন্য একটি করে সংরক্ষিত আসনের ব্যবস্থার দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।