মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০০ কেজি জাটকাসহ (ছোট ইলিশ) আটক দু’জনকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে হাইওয়ে পুলিশ তাদের আটক করে।
পরে বেলা সাড়ে ১২টার দিকে তাদের দু’জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে আদালত।
অর্থদণ্ডের আদেশপ্রাপ্তরা হলেন- জাটকা বিক্রেতা নুরুল ইসলাম মল্লিক (৬০) ও ট্রাকচালক হাফিজুল ইসলাম (৩৫)।
হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, পিরোজপুর থেকে ট্রাকে করে জাটকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন নুরুল ইসলাম। পথে হাষাড়া এলাকায় ট্রাকের গতিরোধ করে তাতে তল্লাশি চালায় হাইওয়ে পুলিশ। এসময় ৩০০ কেজি জাটকাসহ নুরুল ও ট্রাকচালককে আটক করা হয়।
বেলা সাড়ে ১২টার দিকে হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমরেন্দ্র নাথ বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫