সদরঘাট থেকে: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে টানা ৭২ ঘণ্টার হরতালে সদর লঞ্চ টার্মিনালে কোনো প্রভাব পরেনি। স্বাভাবিক সদরঘাট থেকে লঞ্চ যাওয়া আসা করছে।
সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে সদরঘাট লঞ্চটার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায় ।
হরতাল-অবরোধে টার্মিনালের লঞ্চ চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা ? জানতে চাইলে সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিবহন পরিদর্শক মোহাম্মদ হুমায়ূন কবির বাংলানিউজকে বলেন, হরতাল-অবরোধ চললেও এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা হয় নাই । আশা করছি হবেও না। কারণ যাত্রীদের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ।
যাত্রী সংখ্যা কেমন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিটি লঞ্চ সঠিক সময়েই প্রচুর যাত্রী নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে । তাই যাত্রীর সংখ্যা স্বাভাবিকই রয়েছে বলে তিনি জানান।
টার্মিনালের বার্দিং সারেং (বি.এস) মোহাম্মদ জাকিউল হক আকন্দ বাংলানিউজকে জানান, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট ১২টি লঞ্চ ঘাট ছেড়ে গেছে। অন্যদিকে ঘাটে ভিড়েছে মোট ৫১টি লঞ্চ।
যাত্রীদের বিষয়ে কথা বলতে গিয়ে ময়ূর-৭ (ঢাকা-চাঁদপুর) লঞ্চের সুপারভাইজার মোহাম্মদ মোখলেছ বাংলানিউজকে বলেন, ঈদ ছাড়া এ সময়টাতে যাত্রীর সংখ্যা যেমন থাকে এখন সেই রকমই আছে।
হরতালের কোনো প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পেটের খিদা (ক্ষুধা) হইলো সবচেয়ে বড় কথা। আর এই পেটের লাইগ্যাই মানুষ ঝুঁকি নিয়া কাম কাইজে বাইর হয় । কত দিন আর সহ্য করবো কন? যেমনেই হোক কাম-কাইজতো করতে হইবো। আর এই কারণেই মানুষ ঘর থেইক্যা বাইর হইতাছে । তাই যাত্রীও আইতাছে ।
নিরাপত্তার বিষয়ে কথা বলতে গিয়ে নৌ-পুলিশের ইন্সপেক্টর শেখ গোলাম মোর্শেদ খাইরুল্লাহ বাংলানিউজকে জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় আমরা তাই করছি। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন ।
চাঁদপুরগামী যাত্রী নিলুফার ইয়াসমিন বাংলানিউজকে বলেন, সব সময় বাসেই যাতায়াত করি। তবে এই হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর হয়। তাই লঞ্চে যাচ্ছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো দেখছি। তাই ভয় কম লাগছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬,২০১৫