ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
গোবিন্দগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার ৩

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সিরাজুল পন্ডিত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বড়দহ গ্রামের খয়বর আলীর ছেলে সাইদুর রহমান (৪৫), সোবহান আলীর ছেলে রেজাউল করীম (৩৫) ও রাজা মিয়া (২২)।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়দহ গ্রামের সিরাজুলের সঙ্গে প্রতিবেশি সাইদুর রহমান গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে ১৩ ফেব্রুয়ারি দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সিরাজুলসহ উভয় পক্ষের ছয়/সাতজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ গ্রামের মৃত কাবাজ উদ্দিনের ছেলে সিরাজুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শাজিমেক) হাসপাতলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে মারা যান সিরাজুল।

এ ঘটনায় সিরাজুলের ফুফা শরিফুল ইসলাম বাদী হয়ে ১২ জন এজাহারনামীয় ও অজ্ঞাত আরও ৮/১০ জনকে আসামি করে রোববার রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।