ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাওছার মো. নজরুল ইসলাম ও ভাইস-চেয়ারম্যান মো. আবু তালেব সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নজরুল ইসলাম গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও আবু তালেব সরকার পলাশবাড়ি সদর ইউনিয়ন জামায়াতের আমির।



সোমবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক এহছানে এলাহী বরখাস্তের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক পরিপত্রে উভয়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে পলাশবাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার শিপনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।