বরিশাল: বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স প্রদান এবং প্রয়োজনীয় নীতিমালা সংশোধন করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও বিকল্প কর্মসংস্থানে দাবিতে মানববন্ধন করেছেন অটোরিকশা মালিক-শ্রমিক সংগ্রাম কমিটি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশাল নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক রুস্তুম আলী হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী ও শ্রমিক নেতা মহসিন মীর প্রমুখ।
বক্তারা সিটি করপোরেশন দ্রুত অটোরিকশার লাইসেন্স প্রদান ও শ্রমিকদের হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫