ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীকে দুদকের অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীকে দুদকের অব্যাহতি

ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক জুলফিকার আলীর অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার অভিযোগটি নথিভুক্তের (অভিযোগ থেকে অব্যাহতি) পক্ষে অনুমতি দেয় কমিশন।

দুদকের দায়িত্বশীল সূত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানকে বিরুদ্ধে অনুসন্ধান করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। তার অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের কাছেও সুপারিশ করা হয়েছিল প্রতিবেদনে।

ফরিদ আহমেদ পাটোয়ারীর এ প্রতিবেদন কমিশন আমলে না নিয়ে অভিযোটি পুণরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে অনুসন্ধানকারী কর্মকর্তা পরিবর্তন করে জুলফিকার আলীকে দেওয়া হয়।

অভিযোগের সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে জুলফিকারের অনুসন্ধানী প্রতিবেদনে ওয়াহিদুর রহমানকে প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বলা হয়েছে। একইসঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী এ সংস্থাটি।
 
প্রসঙ্গত, একটি জাতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে ওয়াহিদুর রহমানের মুক্তিযোদ্ধা সনদ যাছাইয়ের সিদ্ধান্ত নেয় দুদক। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৩ অক্টোবর দুদক তাকে জিজ্ঞাসাবাদ করে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।