ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনার নকশার পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
শহীদ মিনার নকশার পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন ছবি: রাজিব/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কেন্দ্রীয় শহীদ মিনারের নকশার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি,  জাতীয় ইতিহাস রক্ষায় স্থপতি হামিদুর রহমানের নকশায় স্মৃতি জাদুঘরসহ শহীদ মিনারের পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এ আহ্বান জানান।



‘ডা. বদরুল আলম: এক মহান স্থাপত্যের স্থপতি’ শীর্ষক বইয়ের প্রকাশনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা মেডিকেল কলেজের ইতিহাস সংরক্ষণ প্রকল্প এবং ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডা. দীপু মনি।

তিনি বলেন, হামিদুর রহমানের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারে স্মৃতি জাদুঘরসহ আরও অনেক স্থাপনা থাকার কথা ছিল। কিন্তু সেই নকশার পূর্ণাঙ্গ প্রতিফলন হয়নি।

‘বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ণাঙ্গ নকশা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তবে তা এগোচ্ছে খুবই ধীর গতিতে’—বলেন দীপু মনি।
কেন্দ্রীয় শহীদ মিনারকে পূর্ণাঙ্গ নকশায় ফেরাতে দ্রুত কাজ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান সাবেক এই পররাষ্ট্র  মন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের ‍এমবিবিএস-২০১৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষায় প্রথমস্থান অধিকারী সাবা হক, দ্বিতীয়স্থান অর্জনকারী শরিফুল হালিম এবং তৃতীয়স্থান অর্জনকারী লতিফ রাইহানকে সংবর্ধনা দেওয়া হয়।

অধ্যাপক মির্জা মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ডা. মনিরলাল আইস, অধ্যাপক আফজালুন্নেসা, ডাকসুর সাবেক ভিপি ও নারী নেত্রী মাহফুজা খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।