কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ এলাকার নাফ নদী থেকে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি ট্রলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ইয়াবা ও ট্রলার জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল একটি ট্রলারকে দমদমিয়ার দিকে যেতে দেখে থামার সংকেত দেয়। এসময় চালক ট্রলারটি ফেলে রেখে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ- ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫