ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বহির্গমনের ৬ নম্বর গেটে ব্যাগটি শনাক্ত করেন কাস্টমসের সদস্যরা।
কাস্টমস বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। গাঁজাগুলো উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী কোনো দেশে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলো আনা হয়েছিলো। কাস্টমসের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তা ফেলে পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫