দিনাজপুর: দিনাজপুরে দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আ ন ম আব্দুর গিফফারী এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- শহরের দক্ষিণ বালুবাড়ি লাইনপাড় এলাকার আব্দুল খালেকের ছেলে নয়ন (৩০) ও সিপাহীপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে রুহুল আমিন(২২)।
দিনাজপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর এএসপি বদরুজ্জামান জিললুর বাংলানিউজকে জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে শহরের বালুবাড়ী লাইনপাড়া বস্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই জনকে আটক করা হয়।
সোমবার বিকেলে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত নয়নকে এক বছর ও রুহুল আমিনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়। আসামিদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫