ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
রূপগঞ্জে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড প্রতীকী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): মাদক বিক্রির অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ নির্দেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ কালী এলাকার মফিজ মাদবরের ছেলে রুবেল মিয়া ও একই এলাকার মিনু সরদারের ছেলে ইউনুছ মিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, রুবেল ও ইউনুছ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের ‍একটি দল সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে পাঁচশ’ গ্রাম গাঁজাসহ তাদের আটক করে।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। সেখানে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ছয় মাসের কারাদণ্ড হয়। পরে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।