ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী সস্ত্রীক ভারত সফরে গেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘অ্যারো ইন্ডিয়া- ২০১৫’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে পাঁচদিনের সরকারি সফরে ভারতে গেছেন বিমান বাহিনী প্রধান। সোমবার সকালে একটি প্লেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সফরকালে ভারতের সামরিক কর্মকর্তাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
এছাড়া ভারতের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনাও পরিদর্শন করবেন বিমানবাহিনী প্রধান।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫