দিনাজপুর: দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাত থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে জানান, আটক নেতাকর্মীদের মধ্যে ১৫ জন বিএনপি ও ৬ জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। আটক ২১জনকে দুপুরেই দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশসহ অনান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫