ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় পৌঁছেছে আমিনুল হক বাদশার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
কুষ্টিয়ায় পৌঁছেছে আমিনুল হক বাদশার মরদেহ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: আমিনুল হক বাদশার মরদেহ তার গ্রামের বাড়ি কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় পৌঁছেছে।

সোমবার বিকেল সাড়ে ৫টায় তার মরদেহবাহী গাড়িটি কোর্টপাড়ায় পৌঁছে।



সেখানে আত্মীয়-স্বজনরা শেষবারের মতো মরদেহ দেখার পরে নামাজে জানাজার জন্য মরদেহ পাশে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিয়ে আসা হয়।

জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে পারিবারিক সূত্র।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সম্পন্ন হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশা’র নামাজে জানাজা। তারপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা পৌনে ১২টা পর্যন্ত তার মরদেহ প্রেসক্লাবেই রাখা হয়। পরে মরদেহ নিয়ে কুষ্টিয়া রওয়ানা দেওয়া হয়।

আমিনুল হক বাদশা গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তার প্রথম নামাজে জানাজা ও নাগরিক শোকসভা গত ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

মরহুদ বাদশা বিশিষ্ট আইনজীবী মরহুম খন্দকার লুৎফ‍ুল হক ও রত্নগর্ভা মাতা মরহুমা সকিনা খাতুনের পুত্র।

** কুষ্টিয়ার পথে আমিনুল হক বাদশার মরদেহ

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।