যশোর: যশোর শহরের হাজারি রেলগেট এলাকায় চাঁদা চাইতে গেলে দুই চাঁদাবাজকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- যশোর শহরের হুশতলা এলাকার বদিয়ার তালুকদারের ছেলে বিকাশ তালুকদার (১৮) ও সদর উপজেলার সুলতানপুর গ্রামের আকবর হোসেনের ছেলে আজিম (১৮)।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিধান কুমার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হাজারি রেলগেট এলাকায় আবুল কালাম নামে এক ব্যক্তির কম্পিউটারের দোকানে চার সন্ত্রাসী মিলে চাঁদা চাইতে যান।
এ সময় তাদের ধাওয়া করলে অস্ত্রসহ দুই সন্ত্রাসী পালিয়ে গেলেও বিকাশ ও আজিমকে ধরে গণপিটুনি দেন জনতা। পরে পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫