কুষ্টিয়া: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব আমিনুল হক বাদশার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা হয়।
এতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার সেলুন ও জেলা আওয়ামী লীগের নেতারা, জেলা ও পুলিশ প্রশানের কর্মকর্তারা এবং সর্বস্তরের মানুষ অংশ নেয়।
বাদ মাগবির পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী।
এরআগে বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকা থেকে কুষ্টিয়ায় এসে পৌঁছায় তার মরদেহ। এরপর কোর্টস্টেশন এলাকায় তার নিজ বাড়ির সামনে রাখা হয়। এসময় দলে দলে সর্বস্তরের লোক এক নজর দেখার জন্য উপস্থিত হয়।
আমিনুল হক বাদশা গত ১০ ফেব্রুয়ারি লন্ডনে ইন্তেকাল করেন। তার প্রথম নামাজে জানাজা ও নাগরিক শোকসভা গত ১৩ ফেব্রুয়ারি লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে অনুষ্ঠিত হয়। রোববার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।
** কুষ্টিয়ায় পৌঁছেছে আমিনুল হক বাদশার মরদেহ
** কুষ্টিয়ার পথে আমিনুল হক বাদশার মরদেহ
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫