বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার তেজোপাড়ায় শামীম হোসেন (২০) নামে এক স’মিল শ্রমিক খুনের অভিযোগে স্থানীয় থানায় মামলা করা হয়েছে।
সোমবার(১৬ ফেব্রুয়ারি) বিকেলে নিহতের বাবা আব্দুল কুদ্দুস কবিরাজ বাদী হয়ে মামলাটি করেন।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন বাংলানিউজকে জানান, প্রাথমিক তদন্তে পুলিশের কাছে লাঠির আঘাতে হত্যা মনে হওয়ায় এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে।
মামলায় জড়িত সন্দেহে আমজাদ হোসেনসহ একই গ্রামের পাঁচজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
নিহতের স্বজনদের অভিযোগ, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমজাদ হোসেনের বাগানে স্ট্রবেরি গাছের ডাল ভাঙার অভিযোগ এনে শামীমকে আটকে রেখে মারধর করা হয়।
এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে স্বজনরা শামীমকে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয় তাকে।
এরপর সোমবার ভোর তিনটার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় আহত শামীমের।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫