ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহানগর দায়রা জজ চেয়ে ঢাকা বারের সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
মহানগর দায়রা জজ চেয়ে ঢাকা বারের সংবাদ সম্মেলন

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক নিয়োগের অনুরোধ করে সংবাদ সম্মেলন করেছে ঢাকা আইনজীবী সমিতি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সমিতির সভাপতির কক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়।



সমিতির সভাপতি মো. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক মোসলেহউদ্দিন জসিমসহ কার্যকারী কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিতি ছিলেন।

মোহসীন মিয়া বলেন, গত বছরের ৫ ডিসেম্বর তৎকালীন ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক অবসরে গেলে বিচারক পদটি শূন্য হয়। তখন থেকে এ পর্যন্ত ওই পদটিতে কোনো বিচারককে নিয়োগ দেওয়া হয়নি।

ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস ভারপ্রাপ্ত বিচারক হিসেবে আদালতের বিচার কার্যক্রম পরিচালনা করলেও তিনি নিজ আদালতের কার্যক্রমে ব্যস্ত থাকার কারনে মহানগর দায়রা আদালতে পর্যাপ্ত সময় দিতে পারেন না। ফলে মামলার বিচার কাজ বিঘ্নিত হচ্ছে।

ফৌজদারি বিবিধ মামলায় জামিন আবেদন করা হলে ১ থেকে দেড় মাস পর শুনানির তারিখ দেওয়া হচ্ছে। ফলে বিচারপ্রার্থী মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, গত ২৫ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে ৭ দিনের মধ্যে বিচারক দেওয়ার আশ্বাস দেন। তার ঘোষণার পর ২০ দিন চলে গেলেও আজ পর্যন্ত কোনো বিচারককে নিয়োগ দেওয়া হয়নি।

অবিলম্বে ঢাকা মহানগর দায়রা জজ নিয়োগ দেওয়া না হলে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।