ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা বন্ধে ১৮ বিশিষ্ট নাগরিকের আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
নাশকতা বন্ধে ১৮ বিশিষ্ট নাগরিকের আহ্বান কামাল লোহানী, আবেদ খান ও রামেন্দু মজুমদার

ঢাকা: দেশে রাজনৈতিক কর্মসূচির নামে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা বন্ধে ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ১৮ নাগরিক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা।



আহ্বানকারীরা হলেন- কামাল লোহানী, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক আ আ ম স আরেফিস সিদ্দিক, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ, সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, অধ্যাপক পান্না কায়সার, ডা. সারোয়ার আলী, আবেদ খান, সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, মামুনুর রশীদ, নাসির উদ্দিন ইউসূফ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুদকার, গোলাম কুদ্দুছ, অধ্যাপক ম‍ুহাম্মদ সামাদ, অধ্যাপক ডা. কামরুল হাসান খান ও অ্যারমা দত্ত।

তারা বিবৃতিতে বলেন, পেট্রোল বোমা ছুড়ে মানুষ হত্যা, শিক্ষা জীবন ধংস ও দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে গুড়িয়ে দিয়ে কখনো দেশের কল্যাণ করা যায় না।

তারা অবিলম্বে ২০ দলীয় জোটকে এ সকল অমানবিক কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা সংবিধান স্বীকৃত পন্থায় মতামত প্রকাশ ও রাজনৈতিক কর্মসূচি পালনেরও আহ্বান জানান।    

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।