ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ট্রেনে আগুনের ঘটনায় কমিটি, মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
না.গঞ্জে ট্রেনে আগুনের ঘটনায় কমিটি, মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ট্রেনের বগি পুড়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশ রেলওয়ের উচ্চ পর্যায়ের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।



সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ কমিটি গঠন করা হয়।

অন্যদিকে ট্রেনে আগুনের ঘটনায় অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করে কমলাপুর জিআরপি থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মোজাম্মেল হক জানান, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল হককে প্রধান করে গঠন করা কমিটির অপর দু’সদস্য হলেন রেলওয়ের যন্ত্র প্রকৌশলী তছলিম আহমেদ ও কমাডেন্ট মোহাম্মদ ফাত্তাহ।

তদন্ত কমিটির প্রধান নাজমুল হক জানান, তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি।

মামলার বাদী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, মামলায় ২৫-৩০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ডাউন ২৩৮ ট্রেনের দু’টি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দ্রুত নেমে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।