ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়ায় রিমা আকতার (১০) নামে এক শিশু গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আলাল সপরিবারে শনির আখড়া জাপানি বাজারের ইউসুফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
নিহতের মা নূরনাহার জানান, সকালে ছোট মেয়ে হাবিবাকে রিমার কাছে রেখে অন্যের বাসায় কাজে বের হন। পরে বিকালে বাসায় ফিরে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
তিনি বলেন, ধরাধরি করে নামিয়ে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা রিমা আর নেই বলে জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫