লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক বাক প্রতিবন্ধীকে (২৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুর রব নামে এক বখাটেকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে এ ঘটনা ঘটে।
আটক আবদুর রব উপজেলার মধ্য চর মার্টিন গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে লম্পট আবদুর রব ওই প্রতিবন্ধী মেয়ের ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের এগিয়ে এগিয়ে এলে রব পালিয়ে যায়।
পরে সোমবার বিকেলে রব এলাকায় এলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
স্থানীয় হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন বাংলানিউজকে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫