রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলায় একশ’ পিস ইয়াবাসহ মো. ইউনুছ (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মো. ইউনুছ উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
রামু থানার উপপরিদর্শক (এসআই) আবুল হায়াত বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫